টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ করোনা থেকে বাঁচতে এবার মিড-ডে মিল বন্ধ রাখার দাবি জানাল ওয়েস্ট বেঙ্গল হেডমাষ্টার অ্যাসোসিয়েশন। এই মর্মে তারা শিক্ষামন্ত্রীর কাছে একটি আবেদন পত্র পাঠিয়েছেন। শিক্ষামন্ত্রীর কাছে তাদের আবেদন, চলতি মে মাসের মিড-ডে মিল ডিস্ট্রিবিউশনের কাজ বন্ধের নির্দেশিকা জারি করুক শিক্ষা দপ্তর। করোনা আবহে যেভাবে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সাধারন মানুষজন এই রোগে আক্রান্ত হচ্ছেন, সেই দিকে নজর রেখে এই সংগঠন মিড-ডে মিল পিছিয়ে নিয়ে যাবার আর্জি জানিয়েছেন বলে জানালেন ওয়েস্টবেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশনের বর্ধমান জেলা সভাপতি তথা বর্ধমান টাউনস্কুলের প্রধান শিক্ষক ডঃ তুষার কান্তি মুখোপাধ্যায়। রাজ্যে যেভাবে করোনা আক্রান্তর সংখা বাড়ছে সেখানে এই পরিস্থিতিতে বিভিন্ন স্কুলে মিড-ডে মিল চলাকালীন যেভাবে অভিভাবক অভিভাবকদের জমায়েত না করাই শ্রেয় বলে সংগঠনের মত।
Check Also
প্রয়াত বিচারকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোওয়ার আসর
পারিজাত মোল্লাঃ সোমবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লার অষ্টম মৃত্যুবার্ষিকী …