টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দশ বছর ক্ষমতায় থাকার পর দুয়ারে সরকারের ক্যাম্পে ভিড়। মানুষকে ভিখারি বানাতে চাইছে মমতার সরকার। মঙ্গলবার বর্ধমানের বিজেপি জেলা কার্যালয়ে দলের রাঢ় বঙ্গের কার্যকর্তাদের সভায় যোগ দিতে এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এইকথা বলেন। এদিন রাঢ় বঙ্গের বিভিন্ন জেলা নিয়ে সভা হয়। দু’দফায় দিনভর বৈঠক চলে। এই সভায় যোগ দিতে দলের সাংসদ, বিধায়ক সহ জনপ্রতিনিধিরা অংশ নেয়।
এদিন দিলীপ ঘোষ আরও বলেন মাত্র ৫০০ টাকার জন্য সকাল থেকে রাত লোকে লাইনে দাঁড়াচ্ছেন। অসুস্থ হয়ে পড়ছেন। একেই যদি উন্নয়ন বলে তাহলে আর কীবা বলার আছে। মোদিজিকে দেখে শিখুন। কীভাবে অ্যাকাউন্টে টাকা দিতে হয়। পার্টির কব্জায় সবকিছু নিয়ে যাওয়া হচ্ছে। দলের অফিস থেকে সরকারি যোজনা চলবে কেন?
তিনি এদিন আরও বলেন, বিজেপি বঙ্গভঙ্গের কথা বলেনি। আমাদের নেতা বাংলা গড়েছেন। রাজ্যের বিভিন্ন পৌরসভায় বিজেপি কর্মীদের মারার পর তৃণমূল নিজেদের মধ্যে মারামারি করছে। এই পার্টি সমাজবিরোধীদের হয়ে গেছে। আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করতে এলে আমাদের ডাকা হলে বিজেপি সহায়তা করবে।
Social