তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার কান্দিতে জীমূতবাহন পূজা হলো জিৎ অষ্টমীর দিন সন্ধ্যায়। শত শত বছর ধরে কান্দির বাগডাঙ্গা ভাঙ্গা বাড়ি দুর্গা মন্দিরে জীমূতবাহন পূজা হয়ে আসছে পারিবারিক ও চিরাচরিত রীতি মেনে, এবছর করোনা আবহে স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে রীতিনীতি মেনে জীমূতবাহন পুজো অনুষ্ঠিত হলো বাগডাঙ্গার ভাঙ্গা বাড়িতে। এলাকার সকলে ঐতিহ্যবাহী জীমূতবাহন পুজো দেখতে ভিড় জমিয়েছিল মুর্শিদাবাদের কান্দি বাগডাঙ্গা ভাঙ্গা বাড়ি দুর্গা মন্দিরে। পরিবারের সদস্যরা জানিয়েছেন দুর্গা অষ্টমীর আগের অষ্টমীতে জীমূতবাহন পূজা করা হয়, বাড়ির সকলে একত্রিত হয়ে এই জীমূতবাহন পূজা পালন করে মহাসমারোহে।
বাগডাঙ্গা ভাঙ্গা বাড়ির দুর্গাপূজা যেমন কান্দি বাসীর কাছে আবেগ ঠিক তেমনই বাগডাঙ্গা ভাঙ্গা বাড়ির জীমূতবাহন পূজা কান্দি বাসীর কাছে বিশেষ সাড়া ফেলে থাকে। এলাকার সকলে ভাঙ্গা বাড়িতে এসে জীমূতবাহন পুজোয় অংশগ্রহণ করে এবং ঈশ্বরের কাছে নিজেদের মনস্কামনা প্রার্থনা করে।
Social