Breaking News

বিশ্ব রক্তদান দিবসে আসানসোলে রক্তদান শিবির

 

   সুপ্রিয় পরামানিক, আসানসোলঃ জাতীয় রক্তদান দিবস উপলক্ষ্যে শুক্রবার আসানসোলের স্বশক্তি স্বধার গৃহে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ যেখানে স্বধার গৃহের সদস্যদের সাথে সমাজের বিশিষ্ট জনেরা রক্তদান করেন। প্রায় ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয় এদিনের এই শিবির থেকে৷ রক্তদান শিবিরের আয়োজনে বিশেষ ভাবে সহযোগিতা করেন আসানসোল উত্তর থানা ও হিরাপুর থানা।

   স্বশক্তি স্বধার গৃহের  পরিচালিকা সাহারা মণ্ডল ও সুপার সেরিনা মণ্ডল জানিয়েছেন, অতিমারী করোনা সংক্রমণের পরিস্থিতিতে জেলায় যে রক্তের সঙ্কট দেখা দিয়েছে তা দূর করতে হোম বা অনাথ আশ্রমের মেয়েরা নিজে থেকে ভূমিকা নিতে চেয়েছে৷ রক্তদানের মাধ্যমে তারা এক সামাজিক দায়বদ্ধতার পরিচয় রাখতে চেয়েছে৷ সেদিক থেকে জাতীয় রক্তদান দিবসে এই রক্তদান শিবিরের আয়োজন করতে পেরে তারা খুশি৷ 

   এছাড়াও এদিনের রক্তদান শিবিরে বিশেষ সহযোগিতায় হাত বাড়িয়ে দেন সমাজসেবী বন্দনা ঘোষ, অসীম সরকার৷ উপস্থিত ছিলেন, রক্তদান আন্দোলনের অন্যতম কর্ণধার প্রধীর ধর  চিকিৎসক সঞ্জীত চ্যাটার্জি সহ আরও অনেকে ৷

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *