টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রবিবার সন্ধ্যায় বর্ধমান পৌরসভার ১৯ নং ওয়ার্ডের সাহাচেতন এলাকার বাঁকা নদীতে প্রতিদিনের কত মাছ ধরতে যায় কয়েকজন যুবক। স্থানীয় যুবক সেখ রাহুল বলেন, প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যায় এখানে মাছ ধরতে আসি। মাছ ধরার সময় হঠাৎ দেখি জালে এক কচ্ছপ উঠে আসে। প্রথমে বুঝতে পারিনি পরে দেখলাম কচ্ছপ। পাড়ার সবাই আসে। খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা আসলে আমরা তাদের হাতে তুলে দিলাম প্রায় সাত আট কিলো ওজনের কচ্ছপটি। তবে যশের কারনে বৃষ্টি হওয়ায় সমস্ত পুকুর নদী ভোরে যাওয়ার জন্য এই কচ্ছপটি ভেসে এসেছে বলে মনে করে সাহাচেতন এলাকার যুবকেরা।
বর্ধমান বন দপ্তরের কর্মী সম্রাট বাগদি বলেন, বর্ধমান সাহাচেতন এলাকার কয়েকজন যুবক মাছ ধরার সময় এই কচ্ছপটি পায়। কচ্ছপটি আমাদের বন দপ্তরের হাতে তুলে দিলো। এটা নিয়ে বনদপ্তরের জমা করা হবে এবং সেখান রাখা হবে।
Social