সুপ্রিয় পরামানিক, আসানসোলঃ ফের আসানসোলের বেসরকারী ঋণ প্রদানকারী সংস্থা মুথুট ফাইন্যান্সে লুট। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মূর্গাসল শাখায় মুথুট ফাইন্যান্সে লুটপাট চালালো ৪ দুষ্কৃতী তাদের প্রত্যেকের হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। সোনার গয়না এবং টাকাপয়সা লুট করে নিয়ে যায় তারা ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।
Check Also
অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন নিয়ে বেসরকারী ব্যাঙ্কে উত্তেজনা
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান শহরে একটি বেসরকারি ব্যাঙ্কে অমরনাথ যাবার জন্য রেজিস্ট্রেশন করার নোটিফিকেশন …