নিখিল কর্মকার, নদীয়াঃ দিল্লির রাজপথে বিগত ছয় মাসের ওপর চলতে থাকা কেন্দ্রীয় জনবিরোধী কৃষি আইন প্রত্যাহার দাবিতে কৃষক আন্দোলন এর পরেও এখনও পর্যন্ত তার কোন সমাধান সূত্র বার করতে পারেনি কেন্দ্রীয় সরকার। মূলত কেন্দ্রীয় সরকারের কৃষি বিরোধী আইনের বিরোধিতা সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদী মানুষজন থেকে শুরু করে সাংবাদিক নিগ্রহ ও হত্যার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে রীতিমতো পোস্টার ছাপিয়ে কৃষ্ণনগর শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে সম্পূর্ণ একা প্রতিবাদ ধর্নায় বসলে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। প্রতিবাদী বৃদ্ধের নাম নির্মল কুমার চন্দ্র, বাড়ি কৃষ্ণনগর।
তিনি প্রতিদিন সাইকেল চালিয়ে দু’কিলোমিটার অতিক্রম করে পোস্ট অফিস মোড় এলাকায় এসে একই ভাবে প্রতিবাদ ধর্না কর্মসূচি পালন করেন। যতদিন না পর্যন্ত সরকারের এইসব জনবিরোধী নীতি সংস্করণ হবে ততদিন তিনি এভাবেই অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়ে যাবেন বলেও এই দিন জানিয়েছেন ওই বৃদ্ধ।
Social