টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান পৌর উৎসব ২০২২ নিয়ে বর্ধমান টাউন হলে অনুষ্ঠিত হলো এক প্রস্তুতি সভা। আগামী ২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে বর্ধমান উৎসব ময়দানে। এবার বর্ধমান পৌর উৎসব-এর নাম পরিবর্তন হয়ে পুরোনো নামেই ফিরে এলো আবার ‘বর্ধমান উৎসব‘। বুধবার প্রস্তুতি সভা থেকে এমনি জানালেন পৌরসভার ভাইস চেয়ারম্যান আইনুল হক।
বর্ধমানবাসীর কথা ভেবে তৎকালীন সিপিএম পরিচালিত বর্ধমান পৌরসভার উদ্যোগে আয়োজন করা হয় বর্ধমান উৎসব। এরপর সিপিএমকে পরাজিত করে বর্ধমান পৌরসভার দখল নেয় বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস। শাসক দল ক্ষমতায় আসার পর বর্ধমান উৎসবের নাম পরিবর্তন করে নাম দেওয়া হয় বর্ধমান পৌর উৎসব। এদিনের এই প্রস্তুতি বৈঠক থেকে ফের উৎসবের নাম পরিবর্তন হয়ে পুরোনো নামেই ফিরল “বর্ধমান উৎসব”। এই উৎসবে স্থানীয় শিল্পীদের পাশাপাশি অন্যান্য জেলা থেকে শিল্পীদের নিয়েও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উৎসব মঞ্চে।