টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পুজোর প্রাক্কালে অনাথ শিশুদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন মন্ত্রী স্বপন দেবনাথ ও পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধাড়া। শনিবার বর্ধমানের একটি শপিং মলে ৪১জন অনাথ শিশুদের নিয়ে হাজির হন তারা।
প্রতিবছরের ন্যায় এবছরও তাদের পছন্দের মতো পোশাক কিনে দেন। পুজোর আগে শিশুদের হাতে উপহার তুলে পাশে থাকতে পেরে আনন্দিত মন্ত্রী স্বপন দেবনাথ থেকে বিধায়িকা শম্পা ধাড়া। এদিন শপিং মলে নিজেদের পছন্দ মতো নতুন পোশাক বেছে নেয় ওই শিশুরা। পুজোর আগে এই রকম উপহার পেয়ে খুশি তারা।
Social