তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত মালিন্দি গ্রামে নিটরানী ঘোষ নামে গৃহবধূ পারিবারিক বিবাদের জেরে কীটনাশক বিষ খেয়ে আত্মঘাতী হন রবিবার সন্ধ্যায়। পরিবারের সদস্যরা গুরুতর জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছেন। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে।
Social