নিখিল কর্মকার, নদীয়াঃ পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া থানার ধুবি নাগাদী গ্রামে। মৃত গৃহবধূর নাম রুকসোনা বিবি, বয়স ২৮ বছর। পরিবার সূত্রে জানা যায়, সাত-আট বছর আগে বিয়ে হয় রূকসোনার আড়বেতাই গ্রামে। অভিযোগ বেশ কিছুদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল শ্বশুরবাড়ির সাথে। কিছুদিন আগে বাপের বাড়ি চলে আসে রুকসোনা। সোমবার দুপুরে বাপের বাড়িতে তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন।
খবর দেওয়া হয় নাকাশীপাড়া থানায়। পুলিশ দেহটি উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান। মঙ্গলবার দেহটি ময়নাতদন্তে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।
Social