টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শুক্রবার অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয়া তিথিতে এই অক্ষয় তৃতীয়া উদযাপন করা হয়। কথিত আছে এই শুভ দিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম, তাই এই দিনটিকে পরশুরাম জয়ন্তীও বলা হয়। এছাড়া বেদব্যাস ও গনেশ এই দিনেই মহাভারত রচনা আরম্ভ করেন ।তাই এই দিনেও অনেকে হালখাতা করেন।
এই শুভ দিনে পূর্ব বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে প্রতি বারের মতো এবারেও রীতি নীতি মেনেই পুজো অনুষ্ঠিত হয়। তবে এই কঠিনতর পরিস্থিতিতে এই বছর ভিড় অনেকটাই কম ছিল। তবে যারা এসেছিলেন সকলেই কোভিড বিধি মেনেই পুজো দিয়েছেন এবং হালখাতা করিয়েছেন। এছাড়াও একইদিনে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছেও এক পবিত্র দিন। পবিত্র ঈদ দুই ধর্মের মানুষদের কাছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন সর্বমঙ্গলা মন্দিরের প্রধান পুরোহিত অরুন ভট্টাচার্য্য।
Social