দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বাভাবিক ভাবেই উঠে গেছে লকডাউনের কড়া বিধি নিষেধ। চলছে আনলক প্রক্রিয়া মধ্যে দিয়ে বিধি নিষেধ একে একে ওঠার পালা। কিন্তু জারি রয়েছে নাইট কার্ফু। আগামী ৩১ জুলাই পর্যন্ত রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত রাতের কার্ফু বলবৎ থাকবে।
বিশেষজ্ঞ মতে, আসতে চলেছে করোনার তৃতীয় ঢেউ। সর্তক রাজ্য সরকার। প্রতিটি জেলাকে নাইট কার্ফু মেনে চলতে কড়া নিদেশ দিয়েছেন নবান্ন। নাইট কার্ফু বলবৎ রাখতে সচেষ্ট হয়েছে পুলিশ প্রশাসনও। জেলা সর্বত্রই চলছে রাত্রিকালীন কড়া নজরদারি।
মঙ্গলবার রাতে বাঁকুড়া বেলিয়াতোড় থানা এলাকার রাত্রিকালীন ধরপাকড় চালালো পুলিশ। রাতের বেলায় অহেতুক ঘোরাঘুরি আড্ডা দিলেই পুলিশি জিজ্ঞাসাবাদ ও ধরপাকড়ের মুখে পড়তে হচ্ছে আমজনতাকে। উপযুক্ত কারণ দেখাতে না পারলেই করোনা অতিমারি বিপর্যয় মোকাবিলা আইনে মতাবেক আটক করা হচ্ছে পথচলতি, বাইক ও চারচাকার সওয়ারিদে।
Social