টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে হকারদের কোভিড ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো সংস্কৃতি লোকমঞ্চে। জেলায় শ্রমিক, হকার্স ও সাংবাদিকদের কয়েকদিন ধরেই ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে জেলা প্রশাসনের উদ্যোগে। এদিন শুক্রবারও ভ্যাকসিন নেওয়ার জন্য বিশাল লাইন পরে হকারদের। ঠিক তখনই হঠাৎ করে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ভ্যাকসিন নিতে আসা লাইনে দাঁড়িয়ে থাকা এক মহিলা বলেন, আমি গতকালকেও এসে ফিরে গেছি পৌরসভা থেকে আমাদের আধার কার্ড নিয়ে আসতে বলেছে এখানে কিন্তু আমরা এখানে যখন আসি তখন গেট থেকে বলছে স্ট্যাম্প নেই হবে না তাহলে কি আমরা ভ্যাকসিন পাবো না। তিনি আরও বলেন আমি একজন ক্যানসার পেসেন্ট। এদিকে পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসির মেম্বার অভিজিৎ নন্দী জানান, এখানে ঝামেলা কিছুই নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রিতে ভ্যাকসিন দিচ্ছেন হকারদের। মানুষ সকাল থেকেই সতস্ফুর্ত ভাবে ভ্যাকসিন নিচ্ছেন ।
Social