ঝিলিক দাস, বীরভূমঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি “সেভ ড্রাইভ সেভ লাইফ” প্রচারে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে সাঁইথিয়া শহরে জুড়ে মাইকিং করা হলো। প্রশাসনের পক্ষ থেকে বারবার সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে প্রচারের অভিযান চালালেও মানুষ এখন সচেতন হয়নি যার ফলে পথদুর্ঘটনায় বলি হচ্ছে হেলমেটবিহীন বাইক আরোহীরা।
দুর্ঘটনা এড়াতে মানুষদের সচেতন করতে সাঁইথিয়া শহর জুড়ে এদিন সচেতনতা মূলক প্রচার করা হয় সাঁইথিয়া থানার পক্ষ থেকে।
Social