টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে কিষাণ ক্ষেত মজদুর কমিটির কর্মীসভা হয় শনিবার । এদিন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের উদ্যোগে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন কিষাণ ক্ষেতমজুর সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু, জেলা সভাপতি সাহানাজ হোসেন, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, বিধায়ক খোকন দাস, বিধায়ক নিশীথ মালিক, অভয়ানন্দ থান্দার, অপূর্ব চক্রবর্তী, অন্যান্য বিধায়কগন। সভাধিপতি শম্পা ধাড়া সহ-সভাধিপতি দেবু টুডু সহ তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের ব্লক স্তরের কর্মী ও নেতৃবৃন্দ।
সাহানাজ হোসেন বলেন কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী আইন নিয়ে আলোচনা হয়। এছাড়া রাজ্যে সরকারের পক্ষ থেকে কৃষকদের যেসব অনুদান দিচ্ছে এইসব বিষয়ে আলোচনা হল। এরপর বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের যেসব অনুদান দেওয়া হচ্ছে সেগুলি যথাযথভাবে কৃষকদের মধ্যে প্রচার করার আহ্বান জানাচ্ছি। কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নীতির ফলে আজ কৃষকরা তাদের ফসলের নায্য দাম পাচ্ছেন না।
Social