নিখিল কর্মকার, নদীয়াঃ পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, এবার ঘোড়ার গাড়িতে মোটরবাইক চাপিয়ে অভিনব বিক্ষোভে নামলেন নদীয়া কৃষ্ণনগর তৃণমূল ছাত্র পরিষদ। কৃষ্ণনগর সদরের মোড়ে একটি বেসরকারি পেট্রলপাম্পের সামনে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখায় তারা।উল্লেখ্য এই প্রথম বাংলায় পেট্রোল সেঞ্চুরি পার করেছে। ডিজেলের দাম আকাশছোঁয়া। এর আগেও পেট্রোল এবং ডিজেলের অগ্নিমূল্য দাম নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তীব্র বিক্ষোভ ও আন্দোলনের মাধ্যম দিয়ে আক্রমণ করেছে দেশের কেন্দ্র সরকারকে।
এদিন নতুন করে আবারও দেশের বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেবে একরাশ ক্ষোভ উগরে দিলেন কৃষ্ণনগর তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। তাদের দাবি পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধির ফলে লকডাউনের মধ্যে প্রতিটি দ্রব্যের দাম আকাশছোঁয়া হয়েছে। লকডাউনের কারণে মানুষ কাজ হারিয়ে আর্থিক সঙ্কটে ভুগছে। এই অবস্থায় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অগ্নিমূল্য হওয়ায় নাজেহাল সাধারণ মানুষ। সেই কারনেই তাদের দাবি অপদার্থ বিজেপি সরকার ও দেশের প্রধানমন্ত্রী। অবিলম্বে দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে দাবি করেন বিক্ষোভকারীরা।
Social