দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই ২ অঞ্চলের খড়শী গ্রামে মহা ধূমধামে পালিত হচ্ছে সয়েলা উৎসব তথা মা মনসা পুজো। যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল নির্দশনের ধারা আজও বহমান। কার্তিক মাসে হয়ে থাকে এই উৎসব। সয়েলা উৎসবে জাতি ধর্ম নির্বিশেষে এক মহামিলনের তীর্থভূমি হয়ে ওঠে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই ২ অঞ্চলের খড়শী গ্রামের এই সয়েলা উৎসব সব বর্ণের, সব ধর্মের মানুষের।
যখন সাম্প্রদায়িক অসহিষ্ণুতা সমগ্র পৃথিবী ও দেশকে গ্রাস করেছে সেখানে খড়শীগ্রামের সয়েলা উৎসব তথা মা মনসা পুজো মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেও একটি সম্পৃতির বর্তাবহন করলো। সয়েলা উৎসবে একে অপরের সাথে বন্ধুত্ব পাতানো।