বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ আবারও উত্তপ্ত কল্যাণী গয়েশপুর। সন্ধ্যেবেলায় কুপিয়ে খুনের ঘটনা কল্যাণী গয়েশপুরের পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। ঘটনার সূত্রপাত সন্ধ্যাবেলা চায়ের দোকানে তৃণমূলের বুথ সভাপতি প্রদীপ শীল ও বিজেপির ব্লক সভাপতির দাদা তাপস বৈদ্যর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত। অভিযোগ তাপস বৈদ্যর ভাই ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে প্রদীপ শীল ও শ্যামল দেবনাথকে। ঘটনাস্থল থেকেই কোনরকমে আক্রান্ত দুই তৃণমূল কর্মীকে উদ্ধার করে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আক্রান্ত ওই তৃণমূল কর্মীদের মধ্যে প্রদীপ শীল-কে কর্মরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অন্য তৃণমূল কর্মী শ্যামল দেবনাথের অবস্থা এখন সংকটজনক তিনি বর্তমানে কল্যাণী হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গয়েশপুর এলাকায়।
তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ। তবে কি কারনে এই ঘটনা তা খতিয়ে দেখছেন কল্যাণী থানার পুলিশ।
Social