Breaking News

কলেজ প্রাঙ্গণে বিমলচন্দ্র সিনহার জন্মদিন পালন

 

 তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত মাধুনিয়া এলাকায় ”বিমলচন্দ্র কলেজ অফ ল“-এর প্রাঙ্গণে বিশিষ্ট সমাজসেবী বিমলচন্দ্র সিনহার ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হল। 

বুধবার কান্দি বিমলচন্দ্র কলেজ অফ ল প্রাঙ্গণে বিমলচন্দ্র সিনহার প্রতিকৃতিতে মাল্যদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে তাঁর স্মৃতিচারণ এবং তাঁর কৃতিত্বের কথা ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরা হয়।  যথাযথ মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করে কান্দি বিমল চানাদ্র কলেজ অফ ল কর্তপক্ষ।

About Burdwan Today

Check Also

ছাত্রের সঙ্গে বিয়ে! ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অধ্যাপিকা

https://youtube.com/watch?v=DtKkoXN83Go%3Fsi%3Duq8Tf9oKtBf_HpoM https://youtu.be/DtKkoXN83Go?si=jCn7axQlgKt47XXr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *