সন্তোষ মোদক, উত্তর দিনাজপুরঃ করোনা আবহে মাধ্যমিক পরীক্ষায় সবাইকে পাশ করিয়ে দেবার পরও পাশ করতে পারল না করনদিঘি ব্লকের মাদারগাছী হাইস্কুলের ২৯ জন ছাত্রছাত্রী। ফল প্রকাশের পর ছাত্রছাত্রী অবিভাবকরা মানসিকভাবে ভেঙে পড়েন। আগামীতে তারা আন্দলনের পথে যাবারও হুঁশিয়ারি দিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ২০ জন ছাত্রছাত্রী ফর্ম ফিলাপের পর রেজিষ্ট্রেশন করে ষনি। বাকি ৯ জন ছাত্রছাত্রী ফর্ম ফিলাপই করেনি। তারা একাধিকবার মোবাইলে ম্যাসেজ দিয়ে সদুত্তর পান নি।
২০২১ শিক্ষাবর্ষে লকডাউন চলাকালীন মাধ্যমিকের ফর্ম ফিলাপ করা হয়েছিল। রাজ্যের সমস্ত জায়গায় এই ফর্ম ফিলাপ হলেও উত্তর দিনাজপুর জেলার মাদারগাছী হাইস্কুলের ২৯ জন ছাত্রছাত্রী ফর্ম ফিলাপ করেন নি বলে জানা যায়।রাজ্য সরকার মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দেবার পর এই ২৯ জন ছাত্রছাত্রী ও তার অবিভাবকরা আন্দোলন করেছিলেন।
আন্দোলনের পর পরিস্থিতির কোন উন্নতি হয় নি। মঙ্গলবার ফল প্রকাশের এই ২৯ জন ছাত্রের মূল্যায়ন পত্র আসে নি। এবারে এই বিদ্যালয়ে বেশ কয়েকজন মেধাবি ছাত্রছাত্রী আছেন।
Social