এবার অত্যাধুনিক প্রযুক্তি এক ক্লিকে মোবাইল অ্যাপসে চিকিৎসা পরিষেবা বর্ধমানে

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ মুঠোফোনে মুশকিল আসান। রোগী বন্ধু নামের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে মিলছে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য এমনকি অ্যাম্বুলেন্স পরিষেবা। তার জন্য এই অ্যাপটি মোবাইলে ডাউনলোড করতে হবে নির্দিষ্ট ফর্ম ফিলাপ মারফত আপনার শারীরিক সমস্যার কথা লিখে জানালেই পেয়ে যাবেন নির্দিষ্ট চিকিৎসা কেন্দ্রের সমগ্র তথ‍্য এমনকি অ্যাম্বুলেন্স পরিষেবাও। এর জন্য দিতে হবে না অতিরিক্ত কোনো খরচ। একেবারে ঘরে বসে আপনার মুঠোফোনের মাধ্যমে হবে মুশকিল আসান। 

এইমোবাইল অ্যাপসটির কর্ণধার সুপ্রতিম ব্যানার্জি জানিয়েছেন, আমরা সমগ্র পরিষেবাটি বিনামূল্যে দিচ্ছি। আপনার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সমগ্র তথ্য পাবেন ঘরে বসে। এ পর্যন্ত তাঁরা প্রায় ৯০ জন রোগীকে এই পরিষেবা দিয়েছেন, এমনকি এই কোভিড পরিস্থিতিতেও প্রায় ৯ জন উপকৃত হয়েছেন তাদের তথ্য পেয়ে।

About Burdwan Today

Check Also

হুচুক ডাঙ্গায় পিঠে পুলি প্রতিযোগিতা

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ দুর্গাপুরেদামোদরের পারে মকর সংক্রান্তি উপলক্ষে হুচুক ডাঙ্গায় এলাকার মানুষদের নিয়ে শুরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *