দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ করোনার দ্বিতীয় ঢেউ দিন দিন বেড়েই চলেছে। এর প্রভাব পড়েছে ঈদের কেনাকাটায়। সেই চিত্র উঠে এল আমাদের ক্যামেরায়। বাঁকুড়া জেলার ইন্দাসের গোবিন্দপুর বাজারের জামা কাপড়ের দোকানে ক্রেতা নেই বললেই চলে। বিজয় বরন দে নামে এক ব্যবসায়ী বলেন, করোনা আবহে বিক্রি নেই। মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। সারাদিনে চার পাঁচটি ক্রেতা। বুদ্ধদেব মোদ্দা নামে অপর এক ব্যবসায়ী বলেন, বিক্রি একদম নেই। মহাজনকে কিভাবে টাকা শোধ করবো বুঝে উঠতে পারছি না।