দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ করোনার দ্বিতীয় ঢেউ সারা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ।এই পরিস্থিতিতে কিভাবে ঈদের নামাজ হবে সেই সম্পর্কে আলোচনা হল ইন্দাসের সংহতি ভবনে। বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে ইন্দাস থানার পরিচালনায় ইন্দাস ব্লকের বিভিন্ন মসজিদের ইমাম সহ সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মানসি ভদ্র চক্রবর্তী, সি আই গৌতম তালুকদার, ইন্দাস থানার ওসি আবদুস সামাদ আনসারি, ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল ধাড়া, তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি মোল্লা নাসের আলি, সি পি আই এম এর আব্দুর রব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ। এদিনের আলোচনা সভায় ঠিক হয় সামাজিক দূরত্ব বজায় রাখা, ছোট ছোট জামাত করে নামাজ পড়া, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার।
Check Also
এলাকায় অশান্তি পাকানোর চেষ্টায় মন্তেশ্বরে গ্রেফতার ৩
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকায় অশান্তির পাকানোর চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। …