বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ সাংসদ এবং নেতা কর্মীদের আক্রান্ত হওয়ার প্রতিবাদে নদীয়ার শান্তিপুরের ভোলা বাইপাসে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির। উল্লেখ্য শান্তিপুর থানার বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অনাস্থা ভোটের জন্য শান্তিপুর বিডিওর কাছে একটি লিখিত আবেদন করে বিজেপি। সেইমতো প্রশাসনের উদ্যোগে বুধবার বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোট প্রক্রিয়া শুরু হয়। সেখানেই উপস্থিত হন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং বিজেপির নেতাকর্মীরা। হঠাৎ তৃণমূল কর্মীরা বিজেপি সাংসদকে লক্ষ করে তেড়ে আসে। কোনোরকমে পুলিশ এবং সাংসদের নিরাপত্তারক্ষীরা সাংসদকে ঘটনাস্থল থেকে নিয়ে চলে যায়। সেখানে এক বিজেপি নেতা কর্মীরা আক্রান্ত হন। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে পুলিশের সামনেই বাঁশ দিয়ে বেধড়ক মারধর করতে থাকে তাদের। মূলত এই ঘটনার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। অবিলম্বে যারা বিজেপি কর্মীদের ওপর আক্রমণ চালিয়েছে এবং সাংসদকে হেনস্তা করেছে তাদের আইনত ব্যবস্থা নিতে হবে। না হলে আগামী দিনে আরও বড়সড় আন্দোলন নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।