দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ রাজ্য সরকার রাজ্যের স্কুল কলেজ খোলার নির্দেশ দেওয়ার সাথে সাথেই বিষ্ণুপুর পৌরসভার পৌর প্রশাসক নিজের হাতে স্কুলের শ্রেণিকক্ষ স্যানিটাইজ করলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশিকা কোভিড বিধি মেনে ১৬ নভেম্বরের মধ্যে খুলে ফেলতে হবে নবম থেকে দ্বাদশ শ্রেণী এবং সমস্ত কলেজ। নবান্ন সূত্রে নির্দেশিকা মেলার সাথে সাথে নড়েচড়ে বসল সমস্ত জেলা প্রশাসন। এদিন বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের কৃত্তিবাস মুখার্জি হাইস্কুল স্যানিটাইজেশনের মাধ্যমে কাজে নেমে পড়লেন শহরের পৌরপ্রশাসক অর্চিতা বিদ সহ অন্যান্য প্রশাসক মন্ডলীর সদস্যরা। রাজ্য সরকারের এই নির্দেশিকায় খুশি সকল স্তরের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক মন্ডলী।
কৃত্তিবাস মুখার্জি হাই স্কুলের এক শিক্ষক জানান, রাজ্যের এই চিন্তাভাবনাকে আমরা স্বাগত জানায়, অনলাইলে ক্লাস যদিও চলছিল তবু সামনা সামনি ক্লাস আলাদা জিনিস। বিষ্ণুপুরের পৌরসভার পৌরপ্রশাসক অর্চিতা বিদ জানান, আমারা টাউনের স্কুল স্যানিটাইজ করার মাধ্যমে শুরু করলান পরবর্তী সব স্কুল এবং কলেজেই এই কাজ করা হবে।