Breaking News

১৫৮তম বর্ষে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী পরিবারের দুর্গাপুজো

  

   তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার জেমো কান্দির ঐতিহ্যবাহী রামেন্দ্রসুন্দর ত্রিবেদী পরিবারের দুর্গাপুজো ১৫৮তম বর্ষে পদার্পণ করল। জানা গিয়েছে, ব্রজসুন্দর ত্রিবেদী এই দুর্গাপুজোর প্রতিষ্ঠা করেছিলেন তারপর থেকে ত্রিবেদী পরিবারের বংশধরেরা এই পুজো চালিয়ে আসছে। পারিবারিক রীতি-রেওয়াজ মেনে সাবেকিয়ানা বজায় রেখে একচালা মূর্তিতে দেবী দশভুজা পূজিতা ইয়ে আসছেন এখানে যুগ যুগ ধরে। 

   রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুর্গা দেবীকে এখানে শাক্ত মত নয় বৈষ্ণব মতে পূজা করা হয়, ষষ্ঠীর দিন ষষ্ঠী কিত্তির মাধ্যমে দুর্গার বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজার সূচনা হয় এই মন্দিরে। দশমীর দিন প্রতিমা বিসর্জনের আগে একটি পাত্রে গোটা হলুদ খোয় এবং করি রেখে ছেটানো হয় আর সেখান থেকে যে যত বেশি করি সংগ্রহ করতে পারে সে বছরের জন্য তার ভাগ্য ততটাই ভালো বলে মনে করে রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর পরিবারের সদস্যরা। সবমিলিয়ে ঐতিহ্যবাহী এই দুর্গাপূজায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা থাকে আট থেকে আশি সকলের।

About Burdwan Today

Check Also

পানাগড়কাণ্ডে এবার গ্রেফতার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালক

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ পানাগড়কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। দুর্গাপুরের পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত চন্দননগরের সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *