দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বুধবার ৩০ জুন স্বাধীনতা সংগ্রামের একটি তাৎপর্যপূর্ণ দিবস। যা ঐতিহাসিক হুল দিবস বা সাঁওতাল দিবস নামে পরিচিত। সারা দেশ জুড়ে পালিত হচ্ছে এই মহান দিনটি। সেইমত এদিন বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকে ব্লকে পালন করা হয় এই দিনটি। এদিন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শাশপুর সিধু কানু মোড়ে পালন করা হয় এই ঐতিহাসিক দিনটি। হুল দিবস উপলক্ষে বীর শহীদ সিধু কানুর প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং স্মৃতির উদ্দেশ্যে পূজার্চনা করা হয়। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হুল দিবসের সূচনা হয়।
বীর শহীদ সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান করেন সি আই গৌতম তালুকদার, ইন্দাস থানার ওসি আবদুস সামাদ আনসারি, বিশিষ্ট সমাজসেবি শেখ হামিদ, মোল্লা নাসের আলি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ। এছাড়াও প্রতিকৃতিতে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নানা বয়সের আদিবাসী পুরুষ ও মহিলরা।
Social