টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ফের বড়সড় দূরঘটনার হাত থেকে রক্ষা পেলো বর্ধমানবাসী । পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ব্যস্ততম এলাকা তেতুলতলা বাজার চৌমাথা এলাকায় আস্ত একটি বহু প্রাচীন দোতালা বাড়ির একাংশ হঠাৎ করেই ভেঙে পরলো। এই ঘটনায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রতিদিন হাজার হাজার মানুষ এই তেতুলতলা বাজারে বাজার করতে আসেন এবং পাইকারি মাছ বাজারও বসে। এই বাড়ির নিচ থেকে অনেক মানুষ যাতায়াত করেন।পাশেই হাইভোল্টেজের ট্রান্সফার্মা ফলে বড়সড় দূরঘটনা ঘটে যেতে পারতো।
এদিন এই বাড়ির মালিক আনিসূর রহমান বলেন একবছর হলো বাড়িটা কিনেছি আমি, বাড়িটি ১০০বছরের উপরে বাড়িটা পুরানো। আগেরদিন রাত্রে আমি যখন খাওয়া দাওয়া করে রাস্তায় চলাফেরা করছিলাম হঠাৎ করেই একটি আওয়াজ শুনতে পাই তারপর টচ আনতে গেলাম ঘরে এসে দেখি হুড়মুড় করে ভেঙে পরলো বাড়ি। তিনি আরও বলেন বাড়িতে লোক ছিলোনা বেড়াতে গিয়েছিলো বাড়ির লোক, উপরে ব্যবসার মালপত্র রাখা ছিলো সব মালপত্র বাড়ির নিচে চাপা পরে গিয়েছে। এটা যদি দিনের বেলা হতো তাহলে অনেক লোকের ক্ষতি হতে পারতো ।
Social