টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ২নম্বর শাখারিপুকুর এলাকার বাসিন্দা শ্রীমতি আন্নাহরি অধিকারি তিনি পেশায় বর্ধমানের একটি বেসরকারি নাসিংহোমের কর্মী।শুক্রবার সকালে বর্ধমান কার্জনগেট চত্বরে পয়সার ব্যাগ থেকে মোবাইল বার করে ফোন করতে গিয়ে অসাবধানতাবশত ব্যাগটি পরে যায়। সেইসময় ওই বয়স্ক মহিলা রাস্তায় খোঁজা খুঁজি করতে থাকে। তখনি ওই ব্যাগটি কার্জনগেটে এক রিক্সাওয়ালা দেখতে পায়। ব্যাগটি দেখেই তিনি ব্যাগটি নিয়ে চলে যেতে চায়। সেইসময় বর্ধমানের কার্জনগেটে দায়িত্বে থাকা এক ট্রাফিক কর্মীর নজরে আসে। ওই ট্রাফিক কর্মী নরুল হাসান মন্ডল ব্যাগটি নিয়ে ওই মহালাকে ব্যাগটি ফিরিয়ে দেয়। রিতিমত এই ব্যাগ পেয়ে খুশি ওই মহিলা। তিনি বলেন ওই ব্যাগে তার ৩ হাজার টাকা ছিল পাশাপাশি ব্যাগে একটি চাবিও ছিল বলে জানান তিনি।
Check Also
কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া
রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …
Social