Breaking News

হলদিয়া শিল্পতালুকে বিধ্বংসী আগুন

টুডে নিউজ সার্ভিস, হলদিয়াঃ শিল্প তালুকে বিধ্বংসী আগুন। দুপুরে হঠাত্‍  হলদিয়া পেট্রোকেমিক্যালে আগুন লাগে। মঙ্গলবার মোটামুটি দুপুর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে হলদিয়া পেট্রোকেমিক্যালসের ৩ ন্যাপথা ট্যাঙ্কারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সংস্থার নিজস্ব ৪ দমকলের ইঞ্জিন। 

ঘণ্টাখানেকের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে সংলগ্ন এলাকা। গ্যাসের ইঞ্জিন দিয়ে শুরু হয় আগুন নেভানোর কাজ। আধঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন । সূত্রে জানা যায়, ৩ ন্যাপথা ট্যাঙ্কারে আগুন লেগেছিল।

বিস্তারিত আসছে….

About Burdwan Today

Check Also

ছাত্রের সঙ্গে বিয়ে! ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অধ্যাপিকা

https://youtube.com/watch?v=DtKkoXN83Go%3Fsi%3Duq8Tf9oKtBf_HpoM https://youtu.be/DtKkoXN83Go?si=jCn7axQlgKt47XXr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *