টুডে নিউজ সার্ভিস, হুগলীঃ হনুমানের কামড়ে গুরুতর জখম এক বৃদ্ধ। ঘটনাটি রবিবার সকাল আটটা নাগাদ খানাকুল থানার অন্তর্গত ময়ালবন্দিপুর এলাকায়। আহত ব্যক্তির নাম স্বদেশ সানকি। বয়স আনুমানিক ৬০। পরিবার সূত্রে জানা যায় সকালে মাঠে কাজ করতে গিয়ে হঠাৎই কিছু হনুমান ওই বৃদ্ধর ওপর হামলা করে এবং কামড়ে জখম করে দেয়। ঘটনাস্থলে স্থানীয়রা তড়িঘড়ি করে ছুটে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসেন।