গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়াঃ রবিবার ১৫ আগষ্ট, ভারতের স্বাধীনতা দিবসের ৭৫তম বর্ষ। শ্রী শ্রী ঠাকুর শুকদেব বাবার বিশ্বশুক সেবাশ্রম সংঘ ও মিলন মঠের বিকিহাট (কাটোয়া) শাখার উদ্দ্যোগে শতাধিক শিশুদের মধ্যে শুকনো (কেক, বিস্কুট)খাবার, মাস্ক, স্যানিটাইজার, জাতীয় পতাকা বিতরন করা হয়। প্রথমে দাঁইহাট পৌরসভার রায় পাড়ায় এবং তারপর কাটোয়া পৌরসভা এলাকার মরা ঘাট এলাকায় শিশুদের মধ্যে কেক,, বিস্কুট, মাস্ক, স্যানিটাইজার ও জাতীয় পতাকা বিতরণ করা হয়। এছাড়াও উপস্থিত সাধারণ নাগরিক ও ফুটপাতে দোকানদারদের মাস্ক স্যানিটাইজার বিতরণ ও করোনা সতর্কতা অবলম্বন করে চলার জন্য সচেতনতামূলক প্রচার করা হয়।
বিশ্বশুক সেবাশ্রম সংঘের কর্মী শিক্ষক হীরক বিশ্বাস বলেন- শুকদেব বাবার সেবাধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের এই সেবাকার্য। বিশ্বশুক সেবাশ্রম সংঘ সারাবছর ধরে ধারাবাহিক ভাবে সেবাকার্য নিরন্তর করে চলেছে। আগামী দিনে ও আমাদের সেবাকার্য চলবে।