রমা চ্যাটার্জি, দক্ষিণ দিনাজপুরঃ পরকীয়া সম্পর্কের জেরে এক ব্যাক্তিকে খুনের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের 3নং এলাহাবাদ অঞ্চলের চারগীপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এই দিন এলাকার বাসিন্দা অনুপ সরকারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে বংশীহারী থানার পুলিশ। পরিবারের আত্মীয়দের অভিযোগ স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরেই ওই ব্যক্তিকে খুন করা হয়েছে পরিকল্পনা মাফিক। ইতিমধ্যেই ঘটনায় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এদিন দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট মর্গে পাঠিয়ে, প্রকৃত ঘটনা কি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
Check Also
মৎস্য চাষ নিয়ে ৩ দিনের প্রশিক্ষণ শিবির মন্তেশ্বরে
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ও মেমারি দু’নম্বর ব্লকের প্রায় ৩০ জন মৎস্য চাষীকে নিয়ে প্রশিক্ষণ …