টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ঘোড়দৌড় চটি এলাকায় এক মুখ ও বধির স্কুলে চুরির ঘটনায় চোর সন্দেহে এক যুবককে ধরে ফেলেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে এক যুবক স্কুলের পাঁচিল টপকে স্কুল মাঠের ভিতরে থাকা একটি নারকেল গাছে ডাব পারতে উঠেছিলেন। স্কুলের গেটের সামনে একটি টোটো ভ্যান রাখা ছিল সেই সময় স্কুলের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তি তাকে দেখতে পান তার সন্দেহ হওয়ায় তিনি ওই ব্যক্তিকে ধরে ফেলেন। এরপর স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার ফলে সে আগের দিনের চুরির ঘটনার কথা উল্লেখ করে। তার সাথে ওই ঘটনার সে জড়িত নয় বলে জানায়। পরক্ষনেই আগের দিনের চুরির ঘটনায় যুক্ত রয়েছে বলে দু’জন ব্যক্তির নাম বলে সে। এরপরেই সন্দেহ আরও গভীর হয় এলাকাবাসী তাকে বেঁধে রাখেন। ঘটনাস্থলে উপস্থিত হন স্কুলের প্রধান শিক্ষিকা স্তুতি দেবী তিনি পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। অভিযুক্ত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং স্কুলের গেটের সামনে থাকা টোটোটিকে আটক করে পুলিশ। প্রধান শিক্ষিকা স্তুতি দেবী বলেন আগের দিনে ঘটনায় স্কুল থেকে ৫ লক্ষের বেশি টাকার জিনিস চুরি হয়ে গিয়েছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরই নিরাপত্তারক্ষীকে সতর্ক করা হয় এদিন ওই যুবককে স্কুলের ভেতরে ঢুকতে দেখে নিরাপত্তারক্ষী তাকে ধরে ফেলে তাকে জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হওয়ায় পুলিশের হাতে তুলে দেয়া হয়।
Social