টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ গাছের আর এক নাম জীবন এই গাছ থেকে অক্সিজেন পাই আমরা যেখানে গাছ নিয়ে জাঁকজমক করে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এই মহামারী করোনাতে পড়েছে অক্সিজেনের অভাব আর এই সময়কালেই বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন এনজিওর পক্ষ থেকে করা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুলে একটি শিরিষ গাছ মরাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।
এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ পাল জানান, একটি শিরিষ গাছ হঠাৎ রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। হঠাৎ করেই দেখছি পাতাগুলো ঝড়ে পরেছে এটা আমার কাছে খুব সন্দেহ লেগেছে। হয়তো কেউ বা কারা এটা মেরে ফেলেছে এটা আমার কাছে জিজ্ঞাসার চিহ্ন। তবে এটা তদন্ত হওয়া চাই। কিন্তু এর আগে বেশ কিছু মুল্যবান গাছ এই স্কুলে মারা গেছে তার রহস্য আজও উদঘাটন হয়নি।এই বিষয়ে এদিন বিশ্বজিৎ পাল জানান বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই গাছ কি করে মারা গেল অবিলম্বে তার তদন্ত চাই।
Social