নিখিল কর্মকার, নদীয়াঃ সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য পোস্ট করার বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল শান্তিপুর তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া সেল। অভিযোগ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই নানান রকম ভাবে তৃণমূল কংগ্রেসের নামে কুৎসা মন্তব্য পোস্ট করে কে বা কারা পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও কুরুচিকর মন্তব্য পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়, ঘটনা নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়ে শান্তিপুর তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের সদস্যরা। তারা এও অভিযোগ করেন এই ধরনের ঘৃণ্যতম কাজকর্মের সঙ্গে একমাত্র বিজেপি কর্মীরায় যুক্ত শনিবার এই মর্মে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার নেপথ্যে কারা কারা যুক্ত তা তদন্ত করুক শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানানো হয়।
Check Also
সাপের কামড়েও হারায়নি মনোবল, হাসপাতালে বসেই পরীক্ষা দিলো মাধ্যমিক পরীক্ষার্থী
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিষধর সাপের কামড়ে অসুস্থ হলেও পরীক্ষা থেকে মনোবল হারায়নি পূর্ব বর্ধমানের …