বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ ৩০ অক্টোবর শান্তিপুর বিধানসভায় উপনির্বাচন, বিগত বিধানসভা নির্বাচনে শান্তিপুর বিধানসভায় তৃণমূলকে পরাস্ত করে জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু উপনির্বাচনে একফোঁটাও সময় নষ্ট করতে নারাজ তৃণমূল, শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই দলীয় কর্মী বৈঠক থেকে শুরু করে জনসংযোগ কর্মসূচি করে চলেছে তৃণমূল। শান্তিপুরের বিভিন্ন এলাকায় উপনির্বাচনের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী সহ শান্তিপুর বিধানসভার একাধিক তৃণমূলের শীর্ষ নেতৃত্ব পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। শুনছেন তাদের অভাব অভিযোগ, ঠিক তেমনই দেওয়াল লিখন কর্মসূচিও চালিয়ে যাচ্ছে তৃণমূল। সোমবার মহা ষষ্ঠীর দিনেও থমকে নেই তৃনমূলের কর্মী-সমর্থকরা, শান্তিপুর বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে সকাল থেকেই চলছে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর নামে দেওয়াল লিখন কর্মসূচি।
দেওয়াল লিখন কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল কর্মীদের দাবি গত বিধানসভা ভোটে বিজেপি জয়যুক্ত হয়েও শান্তিপুরবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার উপনির্বাচনে মানুষ আর একই ভুল করবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী ব্রজকিশোর গোস্বামীকে এবার বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবে শান্তিপুরবাসী। কারণ জগন্নাথ সরকারের ভুলের কারণে গোটা শান্তিপুর বিধানসভা এলাকা এতদিন অভিভাবকহীন হয়েছিল। সাধারণ মানুষকে বারবার হয়রানির শিকার হতে হয়েছে তাই এবার উপনির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত।