টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সাধারণ মানুষের মধ্যে করোনা সচেতনতা বাড়িয়ে তুলতে এগিয়ে এলো বর্ধমান উত্তর ক্লাব এ্যাসোসিয়েশন। দিনের পর দিন করোনা সংক্রমণ বেড়েই চলেছে। তাতেও এই এলাকার বাজার, হাট গুলিতে অনেকেই সঠিকভাবে করোনা বিধি মানছে না। মঙ্গলবার বর্ধমান উত্তর ক্লাবের পক্ষ থেকে পালিতপুর এলাকার বাজারে করোনা সচেতনতা করতে মাস্ক, স্যানিটাইজার বিতরণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিত মালিক, বর্ধমান থানার আই.সি পিন্টু সাহা, ক্লাবের সহ-সভাপতি তুষার ভট্টাচার্য সহ এলাকার তৃণমূল নেতৃত্বরা।
তুষার ভট্টাচার্য জানান, পালিতপুর বাজারে অনেকেই বাজার করতে এলেও করোনা বিধি মেনে চলছেন না তাদের সকলকেই সচেতন করা হয় এদিন। সকলকেই অনুরোধ করা হয় মাস্ক ও স্যানিটাইজ ব্যবহার করতে। এদিন প্রায় একহাজার মাস্ক ও স্যানিটাইজার বিলি করা হয় বলে জানান তিনি।
Social