Breaking News

সাতসকালে লড়ি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ মৃত ১

নিখিল কর্মকার, নদীয়াঃ মোটরবাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম সত্যজিৎ মন্ডল বয়স আনুমানিক ৩৫। বাড়ি নাকাশিপাড়া থানার গলাইদড়ি দুর্গাপুর এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় শনিবার সকালে মোটর বাইক চালিয়ে পলাশিপাড়া দিদির বাড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, বেথুয়াডহরি বার্নিয়ার রাজ্য সড়ক নাওভাঙ্গা এলাকায় লড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় সত্যজিৎ। 

স্থানীয় মানুষ ও পুলিশ আহত সত্যজিৎকে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানায়, ঘাতক লড়িটিকে আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

About Burdwan Today

Check Also

কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির প্রতিবাদ সভা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান মন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলের বামুনিয়া বাজারে কৃষি ও কৃষক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *