টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বৃহস্পতিবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো পূর্ব বর্ধমানের জামুই এলাকায়। দুর্ঘটনায় আহত ৪। দুজনের অবস্থা গুরুতর। এদিন সকালে আরামবাগ থেকে বর্ধমানগামী একটি দ্রুতগতির স্করপিও গাড়ির সামনে উল্টো দিক থেকে একটি টোটো চলে আসে। টোটোকে বাঁচাতে গিয়ে স্করপিও গাড়িটি অন্য একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে এবং উল্টে যায়। দুর্ঘটনায় জখম হয়েছেন চারজন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। পরে রায়না থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। টোটোর এক মহিলা ও স্করপিওর আহত যাত্রীদের বর্ধমানের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। টোটো চালকের অসাবধানতাবশতই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।