কৃষ্ণ সাহা, খন্ডঘোষঃ বাংলার ঐতিহ্যবাহি উৎসব হলো সহেলা উৎসব। বাংলায় বন্ধুত্ব দিবস হিসেবেও পরিচিত এই উৎসব। এই উৎসব ছ’বছর অন্তর পালিত হয়। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের তোড়কনা গ্রামে প্রত্যেক ৬ বছর অন্তর পালিত হচ্ছে বাংলার ঐতিহ্যবাহি সয়েলা উৎসব। সেই উপলক্ষে সাহাপাড়ায় অনুষ্ঠিত হয় মা মনসার পূজো। দূরদূরান্ত থেকে মানুষজন এই পুজো উপলক্ষে তোড়কনা গ্রামে ভিড় জমায়। একে অপরকে মিষ্টিমুখ করিয়ে সোলার মালা পরিয়ে বন্ধুত্ব স্থাপন করে। দীর্ঘদিন ধরে চলে এই বন্ধুত্ব স্থাপনের উৎসব। মজবুত হয় পারিবারিক সম্পর্ক। সয়েলা উৎসব উপলক্ষে বসে মেলা।
পাশাপাশি, এই উৎসব উপলক্ষে পুজো কমিটির উদ্যোগে বেশ কিছু মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন এই বস্ত্র বিতরনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল কুমার দত্ত, কৈয়ড় গ্রাম পঞ্চায়েতের প্রধান আগমনী দলুই চক্রবর্তী সহ সাহা পাড়ার প্রবীন নাগরিক বৃন্দ।
Social