দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই ২ অঞ্চলের নাড়রা গ্রামে মহা ধূমধামে পালিত হচ্ছে সয়েলা উৎসব তথা মা মনসা পুজো। যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নির্দশনের ধারা আজও বহমান। কার্তিক মাসে হয়ে থাকে এই উৎসব। সয়েলা উৎসবে জাতি ধর্ম নির্বিশেষে এক মহামিলনের তীর্থভূমি হয়ে ওঠে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই ২ অঞ্চলের নাড়রা গ্রামের এই সয়েলা উৎসব সব বর্ণের, সব ধর্মের মানুষের। যখন সাম্প্রদায়িক অসহিষ্ণুতা সমগ্র দেশকে গ্রাস করেছে সেখানে নাড়রা গ্রামের সয়েলা উৎসব তথা মা মনসা পুজো মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সয়েলা উৎসবে একে অপরের সাথে বন্ধুত্ব পাতানো।
Check Also
চলতি গ্রীষ্মের মরশুমে বনপুকুরিয়া ডিয়ার পার্কে থাকা হরিণের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে বনদপ্তর
দেবনাথ মোদক, বাঁকুড়াঃ চলতি গ্রীষ্মের মরশুমে হরিণদের পুষ্টিকর খাবার সরবরাহে উদ্যোগী বনদপ্তর। প্রতিদিন নিয়ম করে …