Breaking News

সম্পর্কে রাজনৈতিক ছোঁয়া ছিল না, না ফেরার দেশে ভালো থাকবেন কাকু

   

   কৌশিক চক্রবর্ত্তী, বর্ধমানঃ একজন দাপুটে সি পি এম নেতা অবিভক্ত বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি আর  আমি  তাদের জাত শত্রু বিরোধী সরকারি ডানপন্থী কর্মী সংগঠনের নেতার ছেলে। সাংবাদিকতা করার সুবাদে খবরের স্বার্থে  প্রায় যেতাম ওনার কাছে। তিনি জানতেন,  তবুও আমাদের সম্পর্কে কোনো রাজনৈতিক প্রভাব পড়েতে দেন নি তিনি। অন্যান্য ডানপন্থী-বামপন্থীদের মত উদয় বাবু কেও আমি কাকু বলেন ডাকতাম। বেশ কয়েক বছর বর্ধমান উৎসবে বর্ধমানটুডে সান্ধ্য দৈনিক করে ছিলাম সেই সময় উৎসবের মঞ্চ থেকে উদ্বোধন করা হত বর্ধমানটুডের বর্ধমান উৎসব সংখ্যার অনুষ্ঠানিক উদ্বোধন করতেন তৎকালিল বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি উদয় সরকার। পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ছিলাম, পায়ে ২টো মেটাল প্লেট বসাতে হয়েছিল। 

   আমার এখনও কানে বাজে উদয় বাবুর কথাটা, অপারেশনের পর সবে বাইরে বেড়িয়েছি। স্টিকের সাহায্য নিয়ে সব চলতে শুরু  করেছিলেম। সেই সময় বর্ধমান উৎসব হয়। আমি সেই অবস্থায় পায়ে প্লেট হাতে স্টিক নিয়ে উৎসব সংখ্যা করি। উদ্বোধন করতে গিয়ে আমাকে বলেন, তোমার মত ছেলেকে এই স্টিক হাতে দেখে কষ্ট হচ্ছে মনে। তাড়াতাড়ি এর ব্যবহার ছাড়ো…। আজ সকালে সামাজিক মাধ্যমে  খবরটা জেনে  মন ভারাক্রান্ত হয়ে গেল, উদয় সরকার  (কাকু) আর নেই ..।  রাজনৈতিক পরিচয় টাই সব সময় বড় না, সবার আগে আমরা মানুষ …। আমরা হারালাম বলিষ্ঠ এক রাজনৈতিক নেতা ও সুবক্তাকে। না ফেরার দেশে ভালো থাকবেন কাকু ..

About Burdwan Today

Check Also

সম্পত্তিগত বিবাদের জেরে ভয়ঙ্কর কাণ্ড, দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *