টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ মঙ্গলবার সন্ধ্যায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠীত হলো বর্ধমানের একটি নামি রেস্তোরাঁতে। বর্ধমান সদর থানার পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজয়া সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন এদিন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী। এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কামনাশীষ সেন, ডিএসপি হেডকোয়ার্টার, অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিনহা রায় সহ অন্যান্যরা। এদিন এই বিজয়া সম্মেলনে সাংবাদ মাধ্যমের কর্মীরা তাদের নিজের নিজের অভিজ্ঞতার কথা এবং বিভিন্ন গান আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে এই বিজয়ী সম্মেলনকে উৎসবে পরিনত করেন।
সাংবাদিকদের কাজ ২৪ ঘন্টা খবর সংগ্ৰহ করা, সেই জায়গা থেকে সাংবাদিকরা এরকম আনন্দে উৎসবে তারা ঠিকমতো মেতে উঠতে পারে না। সেই জাগায় দাঁড়িয়ে এদিনের এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে মেতে উঠতে পেরে খুশি সাংবাদিক বন্ধুরা। পাশাপাশি বিভিন্ন সময় আমরা দেখতে পাই এই পুলিশেরা প্রশাসনও কিন্ত, কোভিডের সময়ে নিজেদের জীবনের ঝুকি নিয়ে কাজ করে চলেছেন ২৪ ঘন্টা। শুধু কোভিড নয় কোভিডের পাশাপাশি তারা রোদ-জল-ঝড়-বৃষ্টি তারা সমানভাবে মানুষের পরিষেবা দিয়ে আসছে নিজেদের পরিবারের কথা না ভেবেও। এদিন পুলিশ কর্মীরাও সাংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে বিজয়া সম্মেলনে মেতে উঠতে পেরে আনন্দিত।