দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ রাজ্যজুড়ে করোনা আক্রান্ত সংখ্যা দিন দিন বাড়ছে। মানুষকে পরিষেবা দিতে ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন সমাজসেবী সংগঠন। পিছিয়ে নেই বাড়ির মহিলারাও। ঠিক তেমনি বাঁকুড়ার বিষ্ণুপুরের ৭নং ওয়ার্ডের নয়নতারা মল্লিক সকাল সকাল বাড়ির কাজকর্ম সেরে ঝাঁপিয়ে পড়েন মানুষের পাশে দাঁড়াতে। সমাজকর্মী ও ‘আমরা করব জয়’ সমাজসেবী সংগঠন এর কর্ণধার মুজিবুর কাজী এর অনুপ্রেরণায় এই সমাজ সেবামূলক কাজে নামা বলে জানান নয়নতারা দেবী।
এনারা কাজ করে চলেছেন যাযাবর এবং পথশিশুদের মুক্ত করার লক্ষ্যে। পথশিশুদের জন্য খুলেছেন একটি একান্ত আপন পাঠশালা। কিন্তু করোনা ও লকডাউনের কারনে বন্ধ রয়েছে এই স্বয়ংসিদ্ধার পাঠশালা। বিষ্ণুপুরের ব্লাড ব্যাংকে রক্তের অভাব আছে শুনে একটি রক্ত দান শিবিরের আয়োজন করেছিলো এই স্বেচ্ছাসেবী সংগঠন। এই সময় সংসারের কাজের ফাঁকে রক্তদান করার পাশাপাশি কোভিড ১৯ নাশক সোডিয়াম ক্লোরাইড স্প্রে, মশা মারা নাশক স্প্রে ও ড্রেনে ব্লিচিং পাউডার দেওয়ার কাজেও হাত লাগিয়েছেন। নয়নতারা দেবীর কথায় ‘পুলিশ প্রশাসন এবং ডাক্তার নার্সদের দিকে তাকিয়ে এই টুকু কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি’।
Social