টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ মহামারি প্রতিদিন ভয়ানক আকার ধারন করছে। বিভিন্ন সরকারি দপ্তরে কর্মীসংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। স্কুল কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে। সংক্রমণ রুখতে এক গুচ্ছ ব্যাবস্থাও নিয়েছে রেল ।তারমধ্যে মাস্ক পরে রেল যাত্রা বাধ্যতামূলক করা হয়েছে সংক্রমন বৃদ্ধি পাওয়ায় অনেকেই সতর্ক রয়েছে । পাশাপাশি কমেছে রেলযাত্রির সংখ্যা,এদিন বৃহস্পতিবার বর্ধমান স্টেশনে গিয়ে দেখা গেলো হাওড়ার দিক থেকে আসা ট্রেনগুলিতে যাত্রী সংখ্যা হাতে গোনা। লোকাল ট্রেনগুলির ফাঁকা।যাত্রীসংখ্যা না থাকার মতো।
বর্ধমান-হাওড়া,বর্ধমান-কাটোয়া শাখার বেশকয়েকটি ট্রেন বাতিল খরতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়াও স্টেশন এলাকায় যাত্রীরা মাস্ক পরে রয়েছেন কিনা সে বিষয় কড়া নজর দারি চালানো হচ্ছে। প্রয়োজনে ২০০টাকাও জরিমানা করা হচ্ছে । এরপরেও ট্রেনের মধ্যে বেশকিছু অসচেতনা যাত্রীর মুখে মাস্ক পরতে দেখা যায়নি। পাশাপাশি স্টেশনের বাইরেও প্লাটফর্ম মাস্ক ছড়াই বসে রয়েছে যাত্রীরা এরকমি ছবি ধরা পরলো আমাদের ক্যামেরায়।
Social