টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান পৌরসভার ১৬নং ওয়ার্ডের প্রাণ পুরুষ তথা প্রাক্তন ওয়ার্ড সভাপতি শিশির কুমার হালদারের আবক্ষ মূর্তি উন্মোচন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার পৌর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়, উপ পৌর প্রশাসক আলপনা হালদার, শঙ্খশুভ্র ঘোষ সহ অন্যান্যরা। মূর্তি উন্মোচন পূর্বে একমিনিট নিরবতা পালন করা হয়। রিমোটের মাধ্যম মূর্তি উন্মোচন করেন মন্ত্রী স্বপন দেবনাথ।
১৯৯৮ সালে এই এলাকায় যখন কাউকে পাওয়া যায়নি সেই সময় শিশির হালদার এই এলাকায় তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছিলেন। শিশির হালদার রাজনীতির পাশাপাশি একজন বিশিষ্ট সমাজসেবীও ছিলেন। শারদীয়ার সময় এবং শীতকালে এলাকার মানুষদের বস্ত্র, এবং শীত বস্ত্র বিতরণ করতেন।
শিশির হালদারের পুত্র তথা পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন যুব সভাপতি রাসবিহারী হালদার বলেন, মিরছোব উন্নয়ন সমিতির প্রাক্তন সম্পাদক শিশির কুমার হালদারের মূর্তি উন্মোচন করা হলো। ২০২০ সালের এই দিনে শিশির বাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু দিবসে ক্লাবের পক্ষ থেকে তার স্মরণ সভার পাশাপাশি তার মূর্তি উন্মোচন করা হয়। বাঁকুড়ার শুশুনিয়া পাহার এলাকার শিল্পী এই মূর্তি তৈরী করেন বলে জানান রাসবিহারী হালদার।এছাড়া মানুষের সার্থে একটি শিশির সাথী ফাউন্ডেশন করা হয়েছে বলে জানান তিনি।
Social