বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ আগামী ৩০ অক্টোবর শান্তিপুর বিধানসভার উপনির্বাচন। উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ময়দানে তৃণমূল-বিজেপি, দেয়াল লিখনের টেক্কা দিচ্ছে একে অপরকে। উপনির্বাচনের ঘোষণার দিনই শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে কর্মী মিটিং সেরে দেয়াল লিখনে ব্যস্ত ছিলেন নদীয়া দক্ষিণে তৃণমূল সভাপতি রত্না ঘোষ কর। এবার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার নিজেই বিজেপির দেয়াল লিখনে ব্যস্ত হলেন। শুক্রবার সকাল থেকেই শান্তিপুরে বিভিন্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে দেয়াল লিখন কর্মসূচি শুরু হয়। যেখানে লক্ষ্য করা যায় রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার নিজেই দেওয়াল লিখলেন।
দেয়াল লিখনের মধ্য দিয়ে বিজেপি সংসদের দাবি গতবার বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে তার প্রতিপক্ষ ছিল অজয় দে, অনেক আগে থেকেই প্রচার শুরু করলেও শান্তিপুরবাসী তাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছিল। উপনির্বাচনের ক্ষেত্রে একই আশাবাদী জগন্নাথ সরকার, এদিন তিনি দাবি করেন তৃণমূল যতই আগে থাকতে দলীয় কর্মসূচি পালন করুক না কেন শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের বিজেপির জয় নিশ্চিত। কারণ শান্তিপুর বাসী বিজেপিকে সমর্থন করে, তবে শান্তিপুরের বিধানসভা উপনির্বাচনে অন্যান্য বিরোধী শক্তিকে ময়দানে নামতে না দেখা গেলেও তৃণমূল ও বিজেপি টেক্কা দেওয়ার পালা শুরু হয়ে গেছে ইতিমধ্যে।