বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ ৩০ অক্টোবর শেষ চারটি বিধানসভা উপনির্বাচন। সেই উপনির্বাচনের বুধবার শেষ প্রচার। শান্তিপুর বিধানসভার উপ নির্বাচনের শেষদিনের প্রচারে এলেন শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থীর সঙ্গে নিয়ে শান্তিপুর বিধানসভায় প্রচার সারলেন, পাশাপাশি শান্তিপুর বিধানসভা একটি জনসভাও করলেন শুভেন্দু অধিকারী। বিজেপির এই জনসভা থেকে বারংবার শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সভা মঞ্চ থেকে তিনি দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে যেদিন থেকে তিনি শপথ গ্রহণ করেছেন সেই দিন থেকেই রাজ্যের বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। ২০১২ সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা আজও নিয়োগ হতে পারেননি। রাজ্যটাকে নৈরাজ্যে পরিণত করছেন। যতই বেকারত্ব সমস্যা ভাবছেন তিনি ততই ভাতা ও মদ্যপানের ব্যবস্থা করছেন। তিনি আজ শ্লোক করে বললেন মদ খাও, ভাতা নাও, তৃণমূলকে ভোট দাও। এছাড়াও তিনি জানালেন শান্তিপুর উপনির্বাচনে বিজেপি আবার জয়লাভ করবে বলেও তিনি আশাবাদী।
Check Also
কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া
রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …
Social